• প্রতিষ্ঠান সম্পর্কে
  • সাতক্ষীরা জেলার তালা  উপজেলার প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার মান উন্নয়নের লক্ষে 10নং খেশরা  ইউনিয়নের তৎকালীন বিশিষ্ঠসমাজসেবক মাদ্রাসাটির  প্রতিষ্ঠাতা আলহাজ্জ ডাঃ ছাঈদুজ্জামান ও তার সহিত অক্লান্ত পরিশ্রম,অর্থ, জমি  আর মেধা দিয়ে সহযোগীতা করেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ।   অত্র “খেশরা” ইউনিয়নের  3 টি গ্রামের নামে নামাংকিত “হরিহরনগর, মুড়াগাছা, শাহপুর দাখিল মাদ্রাসাটি” উপজেলার 10 নং খেশরা ইউনিয়নের শাহপুর নামক স্থানে 12/05/1975 ইং খ্রিঃ প্রতিষ্ঠিত হয়।  

     

  • All Right Reserved @ 2023. Design & Developed by Softvalley Solutions