- মোঃ ইউনুছুর রহমান
সাতক্ষীরা জেলার তালা উপজেলার প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার মান উন্নয়নের লক্ষে 10নং খেশরা ইউনিয়নের তৎকালীন বিশিষ্ঠসমাজসেবক মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা আলহাজ্জ ডাঃ ছাঈদুজ্জামান ও তার সহিত অক্লান্ত পরিশ্রম,অর্থ, জমি আর মেধা দিয়ে সহযোগীতা করেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি । অত্র “খেশরা” ইউনিয়নের 3 টি গ্রামের নামে নামাংকিত “ হরিহরনগর, মুড়াগাছা, শাহপুর দাখিল মাদ্রাসাটি ” উপজেলার 10 নং খেশরা ইউনিয়নের শাহপুর নামক স্থানে 12/05/1975 ইং খ্রিঃ প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি মাদ্রাসাটি একাডেমিক ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্যের পাশাপাশি সহ শিক্ষায়ও অগ্রনী ভূমিকা পালন করে চলেছে |
মাদ্রাসাটির বর্তমান ছাত্র ছাত্রীর সংখ্যা 358 জন | নানা সীমাবদ্ধতার মাঝেও সকল শিক্ষক-কর্মচারী এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যসহ এলাকাবাসীর একান্ত সহযোগিতার ফসল খেশরা বাসীর গৌরব “হরিহরনগর, মুড়াগাছা, শাহপুর দাখিল মাদ্রাসা ” এর উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি|
( মোঃ ইউনুছুর রহমান)
সুপার
হরিহরনগর, মুড়াগাছা, শাহপুর দাখিল মাদ্রাসা
হরিহরনগর, মুড়াগাছা, শাহপুর দাখিল মাদ্রাসা